বাঁশরি

নাইকো ফলাফল।

নাহি জানি করণ কারণ, নাহি জানি ধরন ধারণ

নাহি মানি শাসন বারণ গো–

আমরা     আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল

লক্ষ্মী তোমার বাহনগুলি     ধনে পুত্রে উঠুন ফুলি,

লুঠুন তোমার চরণধুলি গো –

আমরা      স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।

তোমার      বন্দরেতে বাঁধাঘাটে বোঝাই-করা সোনার পাটে

অনেক রত্ন অনেক হাটে গো,

আমরা      নোঙরছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল।

আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,

দ্বীপ আছে কি ভবসাগরে –

যদি     সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।

আমরা জুটে সারাবেলা     করব হতভাগার মেলা,

গাব গান     করব খেলা গো,

কণ্ঠে যদি সুর না আসে করব কোলাহল॥

সোমশংকর। এবার কিঞ্চিৎ ফলাহারের আয়োজন করি।

সুধাংশু। আগে দেবী আসুন ঘরে, তার পরে ফল কামনা করব।

সোমশংকর। তৎপূর্বে-

সুধাংশু। তৎপূর্বে সুমহতী প্রতিহিংসা। (গাঁঠরি থেকে কিংখাবের আসন বেরল) লক্ষ্মীর সঙ্গে তাঁর ভক্তদের যোগ থাকবে এই আসনটিতে। তোমাদের ঘরের মাটি রইল তোমাদের, তার উপরে আসনটা রইল আমাদেরই। আর তাঁর কমলাসন, সে আছে আমাদের হৃদয়ের মধ্যে।

সোমশংকর। কী তোমাদের বলব। বলবার কথা আমি জানি নে।