রূপান্তর

কাঁপিলে পাতা নড়িলে পাখি,

      চমকি উঠে চকিত আঁখি।

 

            ২০

 

বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদী

      হরতি দরতিমিরমতিঘোরম্‌।

                   — জয়দেব : গীতগোবিন্দ, ১০ . ২

 

বচন যদি কহ গো দুটি

         দশনরুচি উঠিবে ফুটি,

      ঘুচাবে মোর মনের ঘোর তামসী।

 

                   ২১

 

অলিন্দে কালিন্দীকমলসুরভৌ কুঞ্জবসতের্‌ -

বসন্তীং বাসন্তীনবপরিমলোদ্‌গারচিকুরাম্‌।

ত্বদুৎসঙ্গে লীনাং মদমুকুলিতাক্ষীং পুনরিমাং

কদাহং সেবিষ্যে কিসলয়কলাপব্যজনিনী॥

 

                   — রূপগোস্বামী : হংসদূত, ১১৫

 

কুঞ্জকুটিরের স্নিগ্ধ অলিন্দের ' পর

কালিন্দীকমলগন্ধ ছুটিবে সুন্দর,

লীনা রবে মদিরাক্ষী তব অঙ্কতলে —

বহিবে বাসন্তীবাস ব্যাকুল কুন্তলে।

তাঁহারে করিব সেবা, কবে হবে হায় —

কিসলয়পাখাখানি দোলাইব গায়?

 

            পা ঠা ন্ত র

 

কুঞ্জকুটিরের স্নিগ্ধ অলিন্দের ' পর