রূপান্তর

কালিন্দীকমলগন্ধ বহিবে সুন্দর,

মুদিতনয়না লীনা তব অঙ্কতলে,

বাসন্তী সুবাস উঠে এলানো কুন্তলে —

তাঁহার করিব সেবা সেদিন কি হবে

কিসলয় - পাখাখানি দোলাইব যবে?

 

             ২২

 

বীথীষু বীথীষু বিলাসিনীনাং

মুখানি সংবীক্ষ্য শুচিস্মিতানি।

জালেষু জালেষু করং প্রসার্য

লাবণ্যভিক্ষামটতীব চন্দ্রঃ॥

 

                          — সুভাষিতরত্নভাণ্ডাগার

 

কুঞ্জ - পথে পথে চাঁদ উঁকি দেয় আসি,

দেখে বিলাসিনীদের মুখভরা হাসি।

কর প্রসারণ করি ফিরে সে জাগিয়া

বাতায়নে বাতায়নে লাবণ্য মাগিয়া।

 

            ২৩

 

বরমসৌ দিবসো ন পুনর্নিশা

ননু নিশৈব বরং ন পুনর্দিনম্‌

উভয়মেতদুপৈত্বথবা ক্ষয়ং

প্রিয়জনেন ন যত্র সমাগমঃ॥

 

                    — অমরুক : অমরুশতক, ৬০

 

আসে তো আসুক রাতি, আসুক বা দিবা,

      যায় যদি যাক্‌ নিরবধি।

তাহাদের যাতায়াতে আসে যায় কিবা