আট

মনে মনে দেখলুম

  সেই দূর অতীত যুগের নিঃশব্দ সাধনা,

     যা মুখর ইতিহাসকে নিষিদ্ধ রেখেছে

        আপন তপস্যার আসন থেকে।

 

দেখলেম দুর্গম গিরিব্রজে

কোলাহলী কৌতূহলী দৃষ্টির অন্তরালে

      অসূর্যম্পশ্য নিভৃতে

        ছবি আঁকছে গুণী

           গুহাভিত্তির 'পরে,

        যেমন অন্ধকার পটে

        সৃষ্টিকার আঁকছেন বিশ্বছবি।

সেই ছবিতে ওরা আপন আনন্দকেই করেছে সত্য,

    আপন পরিচয়কে করেছে উপেক্ষা,

        দাম চায় নি বাইরের দিকে হাত পেতে,

          নামকে দিয়েছে মুছে।

 

হে অনামা, হে রূপের তাপস,

প্রণাম করি তোমাদের।

নামের মায়াবন্ধন থেকে মুক্তির স্বাদ পেয়েছি

    তোমাদের এই যুগান্তরের কীর্তিতে।

 

নামক্ষালন যে পবিত্র অন্ধকারে ডুব দিয়ে

    তোমাদের সাধনাকে করেছিলে নির্মল,

সেই অন্ধকারের মহিমাকে

    আমি আজ বন্দনা করি।

তোমাদের নিঃশব্দ বাণী

    রয়েছে এই গুহায়,

বলছে—নামের পূজার অর্ঘ্য,

            ভাবীকালের খ্যাতি,