চার

     যৌবনের প্রান্তসীমায়

জড়িত হয়ে আছে অরুণিমার ম্লান অবশেষ —

         যাক কেটে এর আবেশটুকু ;

সুস্পষ্টের মধ্যে জেগে উঠুক

                   আমার ঘোর-ভাঙা চোখ,

          স্মৃতিবিস্মৃতির নানা বর্ণে রঞ্জিত

                    দুঃখসুখের বাষ্পঘনিমা

       স'রে যাক সন্ধ্যামেঘের মতো

                    আপনাকে উপেক্ষা ক'রে।

ঝরে-পড়া ফুলের ঘনগন্ধে আবিষ্ট আমার প্রাণ,

          চার দিকে তার স্বপ্ন - মৌমাছি

                    গুন গুন করে বেড়ায়

                          কোন্‌ অলক্ষ্যের সৌরভে।

এই ছায়ার বেড়ায় বদ্ধ দিনগুলো থেকে

                  বেরিয়ে আসুক মন

                      শুভ্র আলোকের প্রাঞ্জলতায়।

                      অনিমেষ দৃষ্টি ভেসে যাক

                  কথাহীন ব্যথাহীন চিন্তাহীন

                                    সৃষ্টির মহাসাগরে।

 

যাব লক্ষ্যহীন পথে,

            সহজে দেখব সব দেখা,

                  শুনব সব সুর,

          চলন্ত দিনরাত্রির

                  কলরোলের মাঝখান দিয়ে।

          আপনাকে মিলিয়ে নেব

                  শস্যশেষ প্রান্তরের

                              সুদূরবিস্তীর্ণ বৈরাগ্যে।

          ধ্যানকে নিবিষ্ট করব

                      ওই নিস্তব্ধ শালগাছের মধ্যে