প্রকৃতির খেদ
[প্রথম পাঠ]
       বিস্তারিয়া ঊর্মিমালা,
       বিধির মানস-বালা,
  মানস-সরসী ওই নাচিছে হরষে।
       প্রদীপ্ত তুষাররাশি,
       শুভ্র বিভা পরকাশি,
  ঘুমাইছে স্তব্ধভাবে হিমাদ্রি উরসে।

       অদূরেতে দেখা যায়,
       উজল রজত কায়,
   গোমুখী হইতে গঙ্গা ওই বহে যায়।
       ঢালিয়া পবিত্র ধারা,
       ভূমি করি উরবরা,
   চঞ্চল চরণে সতী সিন্ধুপানে ধায়।

ফুটেছে কনকপদ্ম অরুণ কিরণে॥
       অমল সরসী - ' পরে,
       কমল, তরঙ্গভরে,
ঢুলে ঢুলে পড়ে জলে প্রভাত পবনে।

       হেলিয়া নলিনীদলে,
       প্রকৃতি কৌতুকে দোলে,
সরসী-লহরী ধায় ধুইয়া চরণ।