সানাই

সারারাত ধ ' রে

     গোছা গোছা কলাপাতা আসে গাড়ি ভ ' রে।

                আসে সরা খুরি

                   ভূরি ভূরি।

                এপাড়া ওপাড়া হতে যত

          রবাহূত অনাহূত আসে শত শত ;

                প্রবেশ পাবার তরে

                   ভোজনের ঘরে

          ঊর্ধ্বশ্বাসে ঠেলাঠেলি করে ;

               ব ' সে পড়ে যে পারে যেখানে,

                   নিষেধ না মানে।

          কে কাহারে হাঁক ছাড়ে হৈ হৈ,

                   এ কই, ও কই।

               রঙিন উষ্ণীষধর

          লালরঙা সাজে যত অনুচর

          অনর্থক ব্যস্ততায় ফেরে সবে

                   আপনার দায়িত্বগৌরবে।

          গোরুর গাড়ির সারি হাটের রাস্তায়,

               রাশি রাশি ধুলো উড়ে যায়,

                   রাঙা রাগে

               রৌদ্রে গেরুয়া রঙ লাগে।

ওদিকে ধানের কল দিগন্তে কালিমাধূম্র হাত

     ঊর্ধ্বে তুলি, কলঙ্কিত করিছে প্রভাত।

          ধান-পচানির গন্ধে

               বাতাসের রন্ধ্রে রন্ধ্রে

                   মিশাইছে বিষ।

থেকে থেকে রেলগাড়ি মাঠের ওপারে দেয় শিস।

          দুই প্রহরের ঘণ্টা বাজে।

 

সমস্ত এ ছন্দভাঙা অসংগতি-মাঝে