সানাই

     মনে ভাবি, এই সুর প্রত্যহের অবরোধ- ' পরে

               যতবার গভীর আঘাত করে

          ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায়

               ভাবী যুগ-আরম্ভের অজানা পর্যায়।

নিকটের দুঃখদ্বন্দ্ব নিকটের অপূর্ণতা তাই

          সব ভুলে যাই,

     মন যেন ফিরে

          সেই অলক্ষ্যের তীরে তীরে

     যেথাকার রাত্রিদিন দিনহারা রাতে

          পদ্মের কোরক-সম প্রচ্ছন্ন রয়েছে আপনাতে।