তুমি

সূর্য যখন উড়ালো কেতন

        অন্ধকারের প্রান্তে,

তুমি আমি তার রথের চাকার

        ধ্বনি পেয়েছিনু জানতে।

সেই ধ্বনি ধায় বকুলশাখায়

প্রভাতবায়ুর ব্যাকুল পাখায়,

সুপ্ত কুলায়ে জাগায়ে সে যায়

        আকাশপথের পান্থে।

অরুণরথের সে ধ্বনি পথের

        মন্ত্র শুনায়ে দিলে

তাই পায়ে-পায় দোঁহার চলায়

        ছন্দ গিয়েছে মিলে।

তিমিরভেদন আলোর বেদন

        লাগিল বনের বক্ষে,

নবজাগরণ পরশরতন

        আকাশে এল অলক্ষ্যে।

কিশলয়দল হল চঞ্চল,

শিশিরে শিহরি করে ঝলমল,

সুরলক্ষীর স্বর্ণকমল

        দুলে বিশ্বের চক্ষে।

রক্তরঙের উঠে কোলাহল

        পলাশকুঞ্জময়,

তুমি আমি দোঁহে কন্ঠ মিলায়ে

        গাহিনু আলোর জয়।

 

সংগীতে ভরি এ প্রাণের তরী

        অসীমে ভাসিল রঙ্গে,

চিনি নাহি চিনি চিরসঙ্গিনী

        চলিলে আমার সঙ্গে।

চক্ষে তোমার উদিত রবির