পরিশেষ

হাসিকান্নার ছন্দ তোমার

        গহনে হল যে লুপ্ত।

শুধু ঝিল্লির ঘন ঝংকার

        নীরবের বুকে বাজে।

কাছে আছ, তবু গিয়েছ হারায়ে

        দিশাহারা নিশামাঝে।

 

এ জীবনময় তব পরিচয়

        এখানে কি হবে শূন্য।

তুমি যে বীণার বেঁধেছিলে তার

        এখানে কি হবে ক্ষুণ্ণ।

যে পথে আমার ছিলে তুমি সাথি

সে পথে তোমার নিবায়ো না বাতি,

আরতির দীপে আমার এ রাতি

        এখনো করিয়ো পুণ্য।

আজও জ্বলে তব নয়নের ভাতি

        আমার নয়নময়,

মরণসভায় তোমায় আমায়

        গাব আলোকের জয়।