নাট্যগীতি
১১৩
          
নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন-
          
নবজলধরকান্তি, ঘননীল-অঞ্জন–  নমো হে, নমো নমো॥
          
নন্দনবীথির ছায়ে    তব
পদপাতে   নব পারিজাতে 
          
উড়ে পরিমল মধুরাতে–  নমো হে, নমো নমো।
          
তোমার কটাক্ষের ছন্দে   মেনকার মঞ্জীরবন্ধে 
          
জেগে উঠে গুঞ্জন   মধুকরগঞ্জন–  নমো হে, নমো
নমো॥