ফাল্গুনী

রাঙা রঙের শিখায় শিখায়

দিকে দিকে আগুন জ্বলাস,

আমার মনের রাগরাগিণী

রাঙা হল রঙিন তানে।

দখিন হাওয়ার কুসুমবনের

বুকের কাঁপন থাকে না যে।

নীল আকাশে সোনার আলোয়

কচি পাতার নূপুর বাজে।

ওরে শিরীষ, ওরে শিরীষ,

মৃদু হাসির অন্তরালে

গন্ধজালে শূন্য ঘিরিস।

তোমার গন্ধ আমার কণ্ঠে

আমার হৃদয় টেনে আনে॥


ফুলন্ত গাছের গান

ওগো নদী, আপন বেগে

পাগল-পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু

গন্ধভরে তন্দ্রাহারা।

আমি সদা অচল থাকি,

গভীর চলা গোপন রাখি,

আমার চলা নবীন পাতায়,

আমার চলা ফুলের ধারা।

 

ওগো নদী, চলার বেগে

পাগল-পারা,

পথে পথে বাহির হয়ে

আপন-হারা।

আমার চলা যায় না বলা,

আলোর পানে প্রাণের চলা,