প্রেম
৩৩২
কোন্ দেবতা
সে কী পরিহাসে ভাসালো মায়ার
ভেলায়।
স্বপ্নের
সাথি, এসো মোরা মাতি স্বর্গের
কৌতুকখেলায়॥
সুরের প্রবাহে হাসির তরঙ্গে
বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে
নৃত্যবিভঙ্গে
মাধবীবনের মধুগন্ধে
মোদিত মোহিত মন্থর বেলায়॥
যে ফুলমালা দুলায়েছ আজি
রোমাঞ্চিত বক্ষতলে
মধুরজনীতে রেখো
সরসিয়া মোহের মদির জলে।
নবোদিত সূর্যের
করসম্পাতে বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
দিন গত হলে নূতন প্রভাতে মিলাবে
ধুলার তলে কার অবহেলায়॥