প্রেম
৩৩১
     আমার   অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।  আনন্দে বিষাদে মন উদাসী॥
                   পুষ্পবিকাশের সুরে   দেহ মন উঠে পূরে,
                      কী মাধুরীসুগন্ধ  বাতাসে যায় ভাসি॥
        সহসা মনে জাগে আশা,  মোর  আহুতি পেয়েছে অগ্নির  ভাষা।
                 আজ মম রূপে বেশে   লিপি লিখি কার উদ্দেশে–
                      এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥