পূজা
                       ৫৪২

              একি সুগন্ধহিল্লোল বহিল
           আজি প্রভাতে, জগত মাতিল তায়॥
           হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥
           বরন-বরন পুষ্পরাজি   হৃদয় খুলিয়াছে আজি,
              সেই সুরভিসুধা করিছে পান
            পূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান–
              সে সুধা অনিলে উথলি যায়॥