পূজা
                       ৫৪১

        প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে
        বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই॥
        জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে,
              অগাধ শূন্য পূরে কিরণে,
              খচিত নিখিল বিচিত্র বরনে–
        বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি॥
        চারি দিকে করে খেলা বরন-কিরণ-জীবন-মেলা,
                কোথা তুমি অন্তরালে!
        অন্ত কোথায়, অন্ত কোথায়–অন্ত তোমার নাহি নাহি॥