বসন্ত

দীপশিখা


আমার কিছু কথা আছে
ভোরের বেলায় তারার কাছে,
সেই কথাটি তোমার কানে
    চুপি চুপি লও
    ধীরে ধীরে বও
    ওগো উতল হাওয়া।

ঋতুরাজের পরিচরবর্গ


সহসা    ডালপালা তোর উতলা-যে!
    (ও চাঁপা, ও করবী)
কারে তুই দেখতে পেলি
      আকাশে-মাঝে
        জানি না যে।
কোন্‌     সুরের মাতন হাওয়ায় এসে
            বেড়ায় ভেসে,
    (ও চাঁপা, ও করবী)
  কার নাচনের নূপুর বাজে
               জানি না যে।
তোরে     ক্ষণে ক্ষণে চমক লাগে।
কোন্‌ অজানার ধেয়ান যে তোর
                মনে জাগে।
কোন্‌         রঙের মাতন উঠল দুলে।
               ফুলে ফুলে,
         (ও চাঁপা, ও করবী)
   কে সাজালে রঙিন সাজে
       জানি না যে।

কবি। ঋতুরাজের দূতেরা ভাবছে কেউ খবর পায় নি— পায়ের শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু পায়ের শব্দ যে হৃৎকম্পনের মধ্যে ধরা পড়ে।


মাধবী


সে কি ভাবে গোপন রবে    
       লুকিয়ে হৃদয় কাড়া।