বসন্ত
 নিশীথরাতের বাঁশি বাজে,
        শান্ত হও গো, শান্ত হও।

     বেণুবন

     পথের ধারে আমার কারা
     ওগো পথিক বাঁধনহারা,
  নৃত্য তোমার চিত্তে আমার
     মুক্তিদোলা করে যে দান।


     দীপশিখা

  আমি    প্রদীপশিখা তোমার লাগি
             ভয়ে ভয়ে একা জাগি,
            মনের কথা কানে-কানে
                     মৃদু মৃদু কও।


বেণুবন


গানের পাখা যখন খুলি
বাধাবেদন তখন ভুলি।


দীপশিখা


তোমার       দূরের গাথা বনের বাণী
         ঘরের কোণে দেয়-যে আনি।


বেণুবন


যখন আমার বুকের মাঝে
তোমার পথের বাঁশি বাজে,
বন্ধভাঙার ছন্দে আমার
        মৌন কাঁদন হয় অবসান।
দখিনহাওয়া, জাগো জাগো,
        জাগাও আমার সুপ্ত এ প্রাণ।