প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যেন সূর্যের আলো, কুয়াশার তাড়কা রাক্ষসীকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে কাটে।
যাক, আমাদের চৌপদীর ফাঁড়া কাটল। এবার উঠে পড়্।
এবার কাজ ছাড়া কথা নেই — চরাচরমিদং সর্বং কীর্তির্যস্য স জীবতি।
ও আবার কী রকম কথা হল। ঈশানকে এখনো চৌপদীর ভূত ছাড়ে নি।
কীর্তি? নদী কি নিজের ফেনাকে গ্রাহ্য করে। কীর্তি তো আমাদের ফেনা — ছড়াতে ছড়াতে চলে যাব। ফিরে তাকাব না।
এসো ভাই চন্দ্রহাস এসো, তোমার হাসিমুখ যে!
চন্দ্রহাস। বুড়োর রাস্তার সন্ধান পেয়েছি।
কার কাছ থেকে।
চন্দ্রহাস। এই বাউলের কাছ থেকে।
ও কী। ও যে অন্ধ!
চন্দ্রহাস। সেইজন্যে ওকে রাস্তা খুঁজতে হয় না, ও ভিতর থেকে দেখতে পায়।
কী হে ভাই, ঠিক নিয়ে যেতে পারবে তো?
বাউল। ঠিক নিয়ে যাব।
কেমন করে।
বাউল। আমি যে পায়ের শব্দ শুনতে পাই।
কান তো আমাদেরও আছে, কিন্তু —
বাউল। আমি যে সব দিয়ে শুনি — শুধু কান-দিয়ে না।
চন্দ্রহাস। রাস্তায় যাকে জিজ্ঞাসা করি বুড়োর কথা শুনলেই আঁতকে ওঠে, কেবল দেখি এরই ভয় নেই।
ও বোধ হয় চোখে দেখতে পায় না বলেই ভয় করে না।
বাউল। না গো, আমি কেন ভয় করি নে বলি। একদিন আমার দৃষ্টি ছিল। যখন অন্ধ হলুম ভয় হল দৃষ্টি বুঝি হারালুম। কিন্তু চোখওয়ালার দৃষ্টি অস্ত যেতেই অন্ধের দৃষ্টির উদয় হল। সূর্য যখন গেল তখন দেখি অন্ধকারের বুকের মধ্যে আলো। সেই অবধি অন্ধকারকে আমার আর ভয় নেই।
তা হলে এখন চলো। ঐ তো সন্ধ্যাতারা উঠেছে।
বাউল। আমি গান গাইতে গাইতে যাই, তোমরা আমার পিছনে পিছনে এসো। গান না গাইলে আমি রাস্তা পাই নে।
সে কী কথা হে।
বাউল। আমার গান আমাকে ছাড়িয়ে যায় — সে এগিয়ে চলে, আমি পিছনে চলি।
ধীরে বন্ধু ধীরে ধীরে
চলো তোমার বিজন মন্দিরে।
জানি নে পথ, নাই যে আলো,