প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
সতীশ। বাঁশি এইমাত্র বেরিয়ে গেছে, ভাগ্যিস গেছে।
শৈল। ভারি স্বার্থপর তুমি।
সতীশ। অত্যন্ত। ও কী, উঠছ কেন। চা তৈরি শুরু করো।
শৈল। খেয়ে এসেছি।
সতীশ। তা হোক-না, আমি তো খাই নি। বসে খাওয়াও আমাকে। কবিরাজী মতে একলা চা খাওয়া নিষেধ, ওতে বায়ু প্রকুপিত হয়ে ওঠে।
শৈল। মিথ্যে আবদার কর কেন।
সতীশ। সুযোগ পেলেই করি, তোমার মতো খাঁটি সত্য আমার ধাতে নেই। ঢালো চা, ও কী করলে, চায়ে আমি চিনি দিই নে তুমি জান।
শৈল। ভুলে গিয়েছিলুম।
সতীশ। আমি হলে কখনো ভুলতুম না।
শৈল। আমাকে স্বপ্ন দেখে অবধি তোমার মেজাজের তো কোনো উন্নতি হয় নি। ঝগড়া করছ কেন।
সতীশ। কারণ মিষ্টি কথা পাড়লে তুমিই ঝগড়া বাধাতে। সীরিয়স হয়ে উঠতে।
শৈল। আচ্ছা থামো, তোমার চা খাওয়া হল?
সতীশ। হলেই যদি ওঠ তা হলে হয় নি।
ভৃত্য। হরিশবাবু দলিলপত্র নিয়ে এসেছেন।
সতীশ। বলো ফুর্সত নেই।
শৈল। ও কী ও, কাজ কামাই করবে!
সতীশ। করব, আমার খুশি।
শৈল। আমি যে দায়ী হব।
সতীশ। তাতে সন্দেহ নেই, বিনা কারণে কেউ কাজ কামাই করে না।
নেপথ্য থেকে। সতীশদা!
সতীশ। ঐ রে! এল ওরা! বাড়িতে নেই বলবার সময় দিলে না।