গোলাপবালা
গোলাপের প্রতি বুল্বুল্
রাগিনী বেহাগ
বলি,
ও আমার গোলাপবালা,
বলি,
ও আমার গোলাপবালা,
তোল মুখানি, তোল মুখানি,
কুসুমকুঞ্জ কর আলা।
বলি,
কিসের সরম এত?
সখি,
কিসের সরম এত?
সখি, পাতার মাঝারে লুকায়ে মুখানি
কিসের সরম এত?
বালা,
ঘুমায়ে পড়েছে ধরা,
সখি,
ঘুমায় চাঁদিমা তারা,
প্রিয়ে,
ঘুমায় দিক্বালারা,
প্রিয়ে,
ঘুমায় জগত যত।
সখি,
বলিতে মনের কথা
বল
এমন সময় কোথা?
প্রিয়ে তোল মুখানি, আছে গো আমার
প্রাণের কথা কত!
আমি
এমন সুধীর স্বরে
সখি,
কহিব তোমার কানে,
প্রিয়ে
স্বপনের মত সে কথা আসিয়ে
পশিবে তোমার প্রাণে,
আর
কেহ শুনিবে না, কেহ জাগিবে না,
প্রেমকথা শুনি প্রতিধনিবালা
উপহাস সখি করিবে না,
পরিহাস সখি করিবে না।
তবে
মুখানি তুলিয়া চাও!
সুধীরেমুখানি তুলিয়া চাও!