শৈশবসঙ্গীত
সখি, একটি
চুম্বন দাও!
গোপনে একটি চুম্বন দাও!
সখি,
তোমারি বিহগ আমি,
বালা,
কাননের কবি আমি,
আমি
সরারাত ধ’রে, প্রাণ,
করিয়া
তোমার প্রণয় গান
সুখে সারাদিন ধ’রে গাহিব সজনি
তোমারি প্রণয়গান!
সখি,
এখন মধুর স্বরে
আমি
গাহিব সে সব গান
দূরে
মেঘের মাঝারে আবরি তনু
ঢালিব প্রেমের তান
তবে মজিয়া
সে প্রেমগানে,
সবে
চাহিবে আকাশপানে,
তারা
ভাবিবে গাইছে অপসর কবি
প্রেয়সীর গুণগান।
তবে
মুখানি তুলিয়া চাও!
সুধীরে
মুখানি তুলিয়া চাও!
নীরবে
একটি চুম্বন দাও,
গোপনে একটি
চুম্বন দাও!