প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
[ প্রথম ইতিবাচক বাক্যগুলিকে ব্ল্যাক্বোর্ডে লিখিয়া রাখিতে হইবে, যথা – The boy reads, The girl cooks, The child drinks ইত্যাদি। তার পর শিক্ষার্থীকে বা শিক্ষার্থীদিগকে ক্রমান্বয়ে একটি একটি করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতে হইবে এবং মুখে মুখে যথোপযুক্ত উত্তর অভ্যাস করাইতে হইবে। যে ক্ষেত্রে সম্ভব শিক্ষকমহাশয় এক বা একাধিক ছাত্রদ্বারা ‘ ক্রিয়া ' র অভিনয় করাইয়া অপরকে প্রশ্ন করিবেন।]
The boy reads – ছেলেটি পড়ে।
Who reads?
The girl cooks – মেয়েটি রাঁধে।
Who cooks?
The child drinks – শিশুটি পান করে।
Who drinks?
Gopal sells – গোপাল বিক্রি করে।
Who sells?
Hari buys – হরি কেনে।
Who buys?
এইরূপে I sit, You stand, We play, It bites প্রভৃতি বাক্যগুলি প্রশ্নের উত্তরে অভ্যাস করাইতে হইবে। প্রত্যেক পাঠেই এইরূপে First ও Second Person প্রয়োগ শিখাইবেন।