প্রথম ভাগ

বিশেষণযুক্ত পদগুলিকে নিম্নলিখিতভাবে প্রশ্নে পরিণত করিবে।

Which balls are big?

The red balls are big.

Are the red balls big?

Yes, the red balls are big.

Are the red balls small?

No, the red balls are not small,

the red balls are big.

Are the big balls white?

No, the big balls are not white,

the big balls are red.

Are the red balls big?

Yes, the red balls are big.

১৮
ইংরাজি করো–

বিকল্পে areও there -যোগে নিষ্পন্ন করিতে হইবে।

গোলাগুলি চৌকির উপরে আছে।

মেঘগুলি আকাশে আছে।

তক্তাগুলি বেঞ্চের উপরে আছে।

সিংহগুলি বাগানে ( park ) আছে।

ভল্লুকগুলি পাহাড়ের উপরে আছে।

পাথরগুলি জাহাজে আছে।

কাঠিগুলি (লাঠিগুলি) বাগানে ( garden ) আছে।

গর্ত্তগুলি জুতায় আছে।

কাঁটাগুলি গাছে আছে।


উল্লিখিত বাক্যগুলিকে একবার একবচন ও পরে অধিকরণ পদগুলিকে বহুবচন করিয়া ইংরাজি কর।

লাল গোলাগুলি চৌকির পিঠের উপরে আছে।

সাদা মেঘগুলি পাহাড়ের মাথার উপরে আছে।

কালো তক্তাগুলি স্কুলের বাগানে আছে।