প্রথম ভাগ

তোমার আঙুর আমার পিতার ব্যাগে আছে।

আমাদের মাখন তাঁর ভাইয়ের রুটির উপরে আছে।

হরি এবং মধুর জল তোমার বাপের পেয়ালায় আছে।

 

গ্রন্থের প্রথম হইতে শেষ পর্যন্ত সমস্ত পাঠগুলিকে অতীত ও ভবিষ্যৎকাল করাইয়া লইতে হইবে।