প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
সহিসের জুতা শুকনো। | মহিলার আংটি ভাল। |
চোরের কোর্তা পুরানো। | ছোকরার ঘোড়াটি খোঁড়া। |
চাকরানীর প্রদীপটি নীচু |
স্কুলের বেঞ্চটি বাগানে আছে।
বাবার চৌকিটি ছাদের উপর আছে। *
হরিণের মুন্ডটি ব্যাগে আছে।
দুর্গের প্রাচীরটি পাহাড়ের উপর আছে।
বিছানার মাদুরটি টবে আছে।
পাচকের মিঠাইটি পেয়ালায় আছে। *
সহিসের জুতাটি কূপে আছে। *
মহিলার আংটি চৌকির উপর আছে। *
রাজার প্রদীপটি বাগানে আছে। *
দুই প্রকারে তর্জ্জমা করাইতে হইবে।
রানীর কুকুরটি পাহাড়ের উপর আছে।
জাহাজ সমুদ্রে আছে।
চোরের কোর্তাটি গাছের মাথার ( top ) উপর আছে।
বালকের বইটি বাপের ব্যাগে আছে।
বালিকার হাতটি গাভীর শৃঙ্গের উপর আছে।
রাজার মুকুটটি রাণীর মাথার উপর আছে।
মানুষটির দোকান সহরের বাগানে আছে।
পাচকের পাত্রটি স্কুলের চৌকির উপরে আছে।
গাভীর খাদ্য গাধার পিঠের উপর আছে।
বালিকার গোলাপ সহিসের হাতে আছে।