প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
There is শব্দ ব্যবহার্য।
Is the bird on the old roof?
Where is the bird?
Is there a bird on the old roof?
Who is on the old roof?
On what kind of roof is the bird?
Is the bird on the nose?
Is there a bird on the nose?
এইরূপ পর্যায়ে উল্লিখিত বাংলার ইংরাজি তর্জমাগুলিকে প্রশ্ন আকারে প্রয়োগ করিবেন।
ঘরে রাজার একটি মুকুট আছে।
ঘরে রাজা আছে।
গাছের উপর হরির একটি পাখি আছে।
গাছের উপরে হরি আছে।
দোকানে রামের একটি ঘোড়া আছে।
দোকানে রাম আছে।
বেঞ্চর উপরে পাচকের একটি পাত্র আছে।
পাচক বেঞ্চর উপরে আছে।
ব্যাগে চোরের একটি আংটি আছে।
আংটি ব্যাগে আছে।
চৌকির উপরে বালকের একটি জুতা আছে।
বালকটি চৌকির উপরে আছে।
পেয়ালায় শ্যামের একটি মিঠাই আছে।
মিঠাই পেয়ালায় আছে।
মাদুরের উপরে মহিলার একটি আংটি আছে।
মহিলা মাদুরের উপরে আছে।
নৌকায় চোরের একটি কোর্তা আছে।
চোর নৌকায় আছে।