প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
রণঃ যুদ্ধ
অঙ্গনং উঠান্
রণাঙ্গনং রণক্ষেত্র
রথঃ
গোমায়ুঃ শৃগাল
ক্ষুধা
আর্ত্ত কাতর
গৃধ্রঃ শকুনি
শয্যা
রথী রথে চড়িয়া যে যুদ্ধ করে
প্রান্তরং মাঠ
দেবালয়ঃ দেবমন্দির
বিপ্রঃ ব্রাহ্মণ
ত্রস্ত ভীত
মাল্যং মালা
–
১। অশ্বৌ পততঃ শরাহতৌ সমরে (১)।
২। পরাজিতৌ সৈনিকৌ ধাবতঃ।
৩। মৃতৌ সারথী রণাঙ্গনে শোভেতে (১)।
৪। ভগ্নৌ রথৌ যোধহীনৌ ভবতঃ।
৫। গোমায়ু শব্দায়েতে ক্ষুধার্ত্তৌ(১)।
৬। গৃধ্রৌ চরতঃ।
৭। গৃহে দহতঃ।
৮। কম্পেতে ভীতে বালে শয্যাতলে।
৯। রথিনৌ জল্পতঃ পচতশ্চ প্রান্তরে।
১০। দেবালয়ে বিপ্রৌ পঠতঃ (১)।
১১। ত্রস্তৌ কাকাবুদ্গচ্ছতঃ (৮)।
১২। ছিন্নে মাল্যে শুষ্যতঃ সূর্য্যাতপে (১)।