প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
গ, ঘ
জ, ঝ
ড, ঢ
দ, ধ, ন
ব, ভ, ম
য, র, ল, ব, হ
কিঃ + গ = কির্গ কীঃ + ঘ = কীর্ঘ
কুঃ + জ = কুর্জ কূঃ + ঝ = কূর্ঝ
কেঃ + ড = কের্ড কোঃ + ঢ = কোর্ঢ ইত্যাদি।
১৬। বিসর্গ, পরবর্ত্তী চ ও ছ-য়ের সহিত শ্ রূপে যুক্ত হয়।
কঃ + চ = কশ্চ কঃ + ছ = কশ্ছ
১৭। বিসর্গ, পরবর্ত্তী ট ও ঠ-য়ের সহিত ষ্ রূপে যুক্ত হয়।
কঃ + ট = কষ্ট কঃ + ঠ = কষ্ঠ
১৮। বিসর্গ, পরবর্ত্তী ত ও থ-য়ের সহিত স্ রূপে যুক্ত হয়।
কঃ + ত = কস্ত কঃ + থ = কস্থ
১৯। স্বরবর্ণের পর ছ আসিলে সেই ছ-য়ের সহিত চ যুক্ত হয়।
ক + ছ = কচ্ছ কি + ছ = কিচ্ছ
কু + ছ = কুচ্ছ ইত্যাদি।
২০। ত্-য়ের পর কোনো স্বরবর্ণ থাকিলে তাহা দ হইয়া সেই স্বরবর্ণের সহিত যুক্ত হয়।
কত্ + অ = কদ কত + ই = কদি
কত্ + এ = কদে
২১। ত্-য়ের পর ন আসিলে উভয়ে মিলিয়ে ন্ন হয়।
কত্ + ন = কন্ন
২২। ত্-য়ের পর চ আসিলে উভয়ে মিলিয়া চ্চ হয়।
কত্ + চ = কচ্চ
প্রত্যেক পাঠে যে সকল নূতন শব্দ ব্যবহার হইবে তাহাদের বিভক্তিপ্রকরণ পূর্ব্ব-শিক্ষিত কোন্ কোন্ শব্দের অনুরূপ তাহা শিক্ষক বলিয়া দিবেন। এতদর্থে প্রথম ভাগের নিম্নলিখিত শব্দগুলিকে আদর্শ- স্বরূপে প্রয়োগ করিতে পারেন।
বটঃ, গিরিঃ, প্রহরী, তরুঃ, ফলং, লতা, নদীঃ, ধেনুঃ, বধূঃ
যে পদে যে সন্ধির ব্যবহার হইয়াছে অথবা আবশ্যক হইবে, সেই সন্ধিসংকেতের সংখ্যা তৎপার্শ্বে বন্ধনীচিহ্নের মধ্যে লিখিত