সংস্কৃতশিক্ষা

১০। অ ব্যতীত অন্য সমস্ত স্বরবর্ণের পূর্বে বিসর্গযুক্ত আকারের বিসর্গ লোপ হয়।

            কঃ + আ = কআ             কঃ + ই = কই

            কঃ + উ = কউ              কঃ + ঋ = কঋ

১১। আ ব্যতীত অন্য সমস্ত স্বরবর্ণের পূর্ব্বে বিসর্গযুক্ত আকার তাহার বিসর্গ ত্যাগ করে।

            কাঃ + অ = কাঅ             কাঃ + ই = কাই

                                    কাঃ + উ = কাউ ইত্যাদি।

১২। নিম্নলিখিত ব্যঞ্জনবর্ণের পূর্ব্বে বিসর্গযুক্ত অকার বিসর্গ ত্যাগ করিয়া ওকার হইয়া যায়।

                              গ, ঘ

                             জ, ঝ

                             ড, ঢ

                             দ, ধ, ন

                             ব, ভ, ম

                             য, র, ল, ব, হ

          কঃ + গ = কোগ                  কঃ + জ = কোজ

                          কঃ + ন = কোন ইত্যাদি।

১৩। নিম্নলিখিত ব্যঞ্জনবর্ণের পূর্ব্বে বিসর্গযুক্ত আকার তাহার বিসর্গ ত্যাগ করে।

                             গ, ঘ

                             জ, ঝ

                             ড, ঢ

                             দ, ধ, ন

                              ব, ভ, ম

                             য, র, ল, ব, হ

                             কাঃ + গ = কাগ

                             কাঃ + জ = কাজ ইত্যাদি।

১৪। বিসর্গ যখন ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ স্বরবর্ণের সহিত যুক্ত থাকে তখন তাহা পরবর্ত্তী

স্বরবর্ণ মাত্রেরই সহিত র্ আকারে যুক্ত হয়।

                 কিঃ + অ = কির                   কিঃ + আ = কিরা

                 কুঃ + ই = কুরি                    কুঃ + উ = কুরু

                                  কীঃ +এ = কীরে ইত্যাদি

১৫। বিসর্গ যখন ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ স্বরবর্ণের সহিত যুক্ত থাকে তখন তাহা পরবর্ত্তী

নিম্নলিখিত ব্যঞ্জনবর্ণের সহিত রেফ্‌ আকারে যুক্ত হয়।