প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যথাপি ভমরো পুপ্ফং বণ্নবন্ধং অহেঠয়ং।
পলেতি রসমাদায় এবং গামে মুনী চরে॥ ৬
ন পরেসং বিলোমানি ন পরেসং কতাকতং।
অত্তনো ব অবেক্খেয্য কতানি অ কতানি চ॥ ৭
যথাপি রুচিরং পুপ্ফং বণ্নবন্তং অগন্ধকং।
এবং সুভাসিতা বাচা অফলা হোতি অকুব্বতো॥ ৮
যথাপি রুচিরং পুপ্ফং বণ্নবন্তং সগন্ধকং।
এবং সুভাসিতা বাচা সফলা হোতি সকুব্বতো॥ ৯
যথাপি পুপ্ফরাসিম্হা কয়িরা মালাগুণে বহূ।
এবং জাতেন মচ্চেন কত্তব্বং কুসলং বহুং॥ ১০
কে এই পৃথিবী করি লবে জয় যমলোক আর দেবনিকেতন —
ধর্মের পদ নিপুণ হস্তে কে লবে চুনিয়া৯ ফুলের মতন॥ ১
শিষ্য জিনিয়া লইবে পৃথিবী যমলোক আর দেব নিকেতন,
নিপুণ শিষ্য ধর্মের পদ চুনিয়া লইবে ফুলের মতন॥১০ ২
ফেনের মতন জানিয়া শরীর, মরীচিকাসম বুঝিয়া তারে,
ছিঁড়ি মদনের পুষ্পশায়ক মৃত্যুর চোখ এড়ায়ে যা রে॥ ৩
সুখের কুঞ্জে তুলিছে পুষ্প চিত্ত যাহার বাসনাময়
বন্যায় যেন সুপ্তপল্লী মৃত্যু তাহারে ভাসায়ে লয়॥ ৪
সুখের কুঞ্জে তুলিছে পুষ্প চিত্ত যাহার বাসনাময়
না পূরিতে তার তৃষা বাসনার মরণ তাহারে ছিনিয়া লয়॥ ৫