রূপান্তর

বাসনাবিমুক্ত চিত্ত    অচঞ্চল পুণ্যপাপহীন —

কোনো ভয় নাহি তার    জাগিয়া সে রহে যত দিন॥ ৭

 

কুম্ভের মতো জানিয়া শরীর    নগরের মতো বাঁধিয়া চিত্ত

প্রজ্ঞা - অস্ত্রে মারিবে মরণে,   নিজেরে যতনে বাঁচাবে নিত্য॥ ৮

 

অচিরে এ দেহখানা   তুচ্ছ জড় কাঠি

মাটিতে পড়িয়া হায়   হয়ে যায় মাটি॥ ৯

 

শত্রু সে শত্রুতা করে যত,    যত দ্বেষ করে তারে দ্বেষী —

মিথ্যা লয়ে আছে যেই মন    আপনার ক্ষতি করে বেশি॥ ১০

 

মাতাপিতা জ্ঞাতিবন্ধুজন    যত তার করে উপকার —

সত্যে যার বাঁধা আছে মন    বেশি শ্রেয় করে আপনার॥ ১১


পুপ্‌ফবগ্‌গো

কো ইমং পঠবিং বিজেস্‌সতি        যমলোক ঞ্চ ইমং সদেবকং।

কো ধম্মপদং সুদেসিতং    কুসলো পুপ্‌ফমিব পচেস্‌সতি॥ ১

 

সেখো পঠবিং বিজেস্‌সতি        যমলোক ঞ্চ ইমং সদেবকং।

সেখো ধম্মপদং সুদেসিতং      কুসলো পুপ্‌ফমিব পচেস্‌সতি॥ ২

 

ফেণূপমং কায়মিমং বিদিত্বা          মরীচিধম্মং অভিসম্বুধানো।

ছেত্বান মারস্‌স পপুপ্‌ফকানি        অদস্‌সনং মচ্চুরাজস্‌স গচ্ছে॥ ৩

 

পুপ্‌ফানি হেব পচিণন্তং     ব্যাসত্তমনসং নরং।

সুত্তং গামং মহোঘো ব   মচ্চু আদায় গচ্ছতি॥ ৪

 

পুপ্‌ফানি হেব পচিণন্তং    ব্যাসত্তমনসং নরং।

অতিত্তং যেব কামেসু    অন্তকো কুরুতে বসং॥ ৫