প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
বরন - সুবাস১১ না করিয়া হানি
ভ্রমর যেমন ফুলরস টানি
যায় সে উড়ে,
সেইমত যত জ্ঞানীমুনিজন
সংসারমাঝে করি বিচরণ
পালান দূরে॥ ৬
পর কী বলেছে কঠিন বচন পর কী করে বা না করে —
তাহে কাজ নাই, তুমি আপনার কৃত বা অকৃত দেখো রে॥ ৭
যেমন রঙিন সুন্দর ফুলে গন্ধ না যদি জাগে
তেমনি বিফল উত্তম বাণী কাজে যদি নাহি লাগে ॥ ৮
যেমন রঙিন সুন্দর ফুলে গন্ধও যদি থাকে
তেমনি সফল উত্তম১২ বাণী কাজে খাটাইলে তাকে॥ ৯
ফুলরাশি লয়ে যথা নানামত মালা গাঁথে মালাকর
তেমনি বিবিধ কুশলকর্ম রচনা করিবে নর॥ ১০
টীকা :
১। প্রথম পাঠ : ধর্ম মনঃশ্রেষ্ঠ, মনোময়
২। প্রথম পাঠ : কয়
৩। প্রথম পাঠ : নিষ্কাম যে, দম সত্য আছে যার মাঝে
৪। পালিতে দ্বীপ শব্দেরও বানান ‘ দীপ'
৫। প্রথম পাঠ : গিরি হতে ধীরে যথা চপলেরে হেরে ভূমিতলে
তেমতি পণ্ডিত নাশি প্রমাদেরে অপ্রমাদবলে
প্রজ্ঞার শিখর হতে অশোক হেরেন শোকী - দলে ।
৬। প্রথম পাঠ : প্রমাদে যে ভয় পায় ভিক্ষু অপ্রমাদে রত
ভ্রষ্ট সে তো নাহি হয়, নির্বাণের কাছে গত।
৭। প্রথম পাঠ : সে মন যে বশে রাখে মৃত্যু হতে সেই রক্ষা পায়
৮। প্রথম পাঠ : মৃত্যু
৯। প্রথম পাঠ : কে গাঁথিয়া লবে
১০। প্রথম পাঠ : ধর্মের পদ নিপুণ হস্তে গাঁথিয়া লইবে ফুলের মতন
১১। প্রথম পাঠ : বর্ণগন্ধ
১২। প্রথম পাঠ : সুন্দর