শ্যামলী

                   জোড় ভেঙে ভাঙল আমাদের জীবনের গাঁথনি।

                         যে দ্বীপের শ্যামল ছবিখানি সদ্য আঁকা পড়েছে

                               সমুদ্রের লীলাচঞ্চল তরঙ্গপটে

                                     তাকে যেমন দেয় মুছে

                                   এক জোয়ারের তুমুল তুফানে,

                       তেমনি মিলিয়ে গেল আমাদের কাঁচা জগৎ

                                    সুখদুঃখের নতুন - অঙ্কুর - মেলা

                                                   শ্যামল রূপ নিয়ে।

 

      তার পরে অনেক দিন গেছে কেটে।

           আষাঢ়ের আসন্নবর্ষণ সন্ধ্যায়

                 যখন তোমাকে দেখি মনে মনে,

                       দেখতে পাই তুমি আছ

             সেইদিনকার কচি যৌবনের মায়া দিয়ে ঘেরা।

                     তোমার বয়স গেছে থেমে।

            তোমার সেই বসন্তের আমের বোলে

                       আজও তেমনি গন্ধেরই ঘোষণা ;

                তোমার সেদিনকার মধ্যাহ্ন

      আজ মধ্যাহ্নেও ঘুঘুর ডাকে তেমনি বিরহাতুর।

                  আমার কাছে তোমার স্মরণ রয়ে গেছে

           প্রকৃতির বয়সহারা এই - সব পরিচয়ের দলে।

                       সুন্দর তুমি বাঁধা রেখায়,

                       প্রতিষ্ঠিত তুমি অচল ভূমিতে।

 

আমার জীবনধারা

    কোথাও রইল না থেমে।

      দুর্গমের মধ্যে, গভীরের মধ্যে,

            মন্দভালোর দ্বন্দ্ববিরোধে,

                 চিন্তায় সাধনায় আকাঙ্ক্ষায়,

                কখনো সফলতায়, কখনো প্রমাদে,

                          চলে এসেছি তোমার জানা সীমার

                                   বহুদূর বাইরে ;