প্রাণের রস

              আমাকে শুনতে দাও,

                 আমি কান পেতে আছি .

                     পড়ে আসছে বেলা ;

              পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে

                কণ্ঠের সঞ্চয় উজাড় - করে - দেবার গান।

                     ওরা আমার দেহ - মনকে নিল টেনে

                             নানা সুরের, নানা রঙের,

                                নানা খেলার

                                     প্রাণের মহলে।

                ওদের ইতিহাসের আর কোনো সাড়া নেই,

                            কেবল এইটুকু কথা—

                    আছি, আমরা আছি, বেঁচে আছি,

                           বেঁচে আছি এই আশ্চর্য মুহূর্তে।—

                  এই কথাটুকু পৌঁছল আমার মর্মে।

         বিকালবেলায় মেয়েরা জল ভরে নিয়ে যায় ঘটে,

               তেমনি করে ভরে নিচ্ছি প্রাণের এই কাকলি

                          আকাশ থেকে

                                মনটাকে ডুবিয়ে দিয়ে।

 

               আমাকে একটু সময় দাও।

                   আমি মন পেতে আছি।

                         ভাঁটা - পড়া বেলায়,

              ঘাসের উপরে ছড়িয়ে - পড়া বিকেলের আলোতে

                       গাছেদের নিস্তব্ধ খুশি,

                            মজ্জার মধ্যে লুকোনো খুশি,

                                    পাতায় পাতায় ছড়ানো খুশি।

           আমার প্রাণ নিজেকে বাতাসে মেলে দিয়ে

                নিচ্ছে বিশ্বপ্রাণের স্পর্শরস

                     চেতনার মধ্যে দিয়ে ছেঁকে।

                 এখন আমাকে বসে থাকতে দাও,