ম্যাক‍্‌বেথ্
( ডাকিনী। ম্যাক‍্‌বেথ্ )
দৃশ্য : বিজন প্রান্তর। বজ্র বিদ্যু ৎ। তিনজন ডাকিনী।
১ম ডা — ঝড় বাদলে আবার কখন
              মিল্‌ব মোরা তিনটি জনে।
২য় ডা — ঝগড়া ঝাঁটি থামবে যখন,
              হার জিত সব মিট্‌বে রণে।
৩য় ডা — সাঁঝের আগেই হবে সে ত ;
১ম ডা — মিল্‌ব কোথায় বোলে দে ত।
২য় ডা — কাঁটা খোঁচা মাঠের মাঝ।
৩য় ডা — যাক্কেথ সেথা আস্‌চে আজ।
১ম ডা — কটা বেড়াল! যাচ্ছি ওরে!
২য় ডা — ঐ বুঝি ব্যাং ডাক্‌চে মোরে!
৩য় ডা — চল্‌ তবে চল্‌ ত্বরা কোরে!
সকলে — মোদের কাছে ভালই মন্দ,
          মন্দ যাহা ভাল যে তাই,
          অন্ধকারে কোয়াশাতে
          ঘুরে ঘুরে ঘুরে বেড়াই!
                                            প্রস্থান।
দৃশ্য : এক প্রান্তর। বজ্র। তিনজন ডাকিনী।
১ম ডা — এতক্ষণ বোন কোথায় ছিলি?
২য় ডা — মারতে ছিলুম শুয়োরগুলি।
৩য় ডা — তুই ছিলি বোন, কোথায় গিয়ে?
১ম ডা — দেখ্‌, একটা মাঝির মেয়ে
          গোটাকতক বাদাম নিয়ে
          খাচ্ছিল সে কচ্‌মচিয়ে
                   কচ্‌মচিয়ে
                  কচ্‌মচিয়ে—
          চাইলুম তার কাছে গিয়ে,