৬৪

হিসাব আমার মিলবে না তা জানি,

যা আছে তাই সামনে দিলাম আনি।

     করজোড়ে রইনু চেয়ে মুখে

     বোঝাপড়া কখন যাবে চুকে ,

তোমার ইচ্ছা মাথায় লব মানি।

 

গর্ব আমার নাই রহিল প্রভু,

চোখের জল তো কাড়বে না তো কভু।

     নাই বসালে তোমার কোলের কাছে,

     পায়ের তলে সবার ই ঠাঁই আছে—

ধুলার'পরে পাতব আসনখানি।