যাবার মুখে

             যাক এ জীবন,

যাক নিয়ে যাহা টুটে যায়, যাহা

               ছুটে যায়, যাহা

ধুলি হয়ে লোটে ধুলি-'পরে, চোরা

     মৃত্যুই যার অন্তরে, যাহা

          রেখে যায় শুধু ফাঁক।

যাক এ জীবন পুঞ্জিত তার জঞ্জাল নিয়ে যাক।

          টুকরো যা থাকে ভাঙা পেয়ালার,

               ফুটো সেতারের সুরহারা তার,

                  শিখা-নিবে-যাওয়া বাতি,

                        স্বপ্নশেষের ক্লান্তি-বোঝাই রাতি —

                           নিয়ে যাক যত দিনে-দিনে জমা-করা

                                       প্রবঞ্চনায়-ভরা

                            নিষ্ফলতার সযত্ন সঞ্চয়।

কুড়ায়ে ঝাঁটায়ে মুছে নিয়ে যাক, নিয়ে যাক শেষ করি

              ভাঁটার স্রোতের শেষ-খেয়া-দেওয়া তরী।

 

 

নিঃশেষ যবে হয় যত কিছু ফাঁকি

          তবুও যা রয় বাকি —

                   জগতের সেই

                সকল-কিছুর অবশেষেতেই

          কাটায়েছি কাল যত অকাজের বেলায়।

     মন-ভোলাবার অকারণ গানে কাজ ভোলাবার খেলায়।

               সেখানে যাহারা এসেছিল মোর পাশে

          তারা কেহ নয়, তারা কিছু নয় মানুষের ইতিহাসে।

     শুধু অসীমের ইশারা তাহারা এনেছে আঁখির কোণে,

          অমরাবতীর নৃত্যনূপুর বাজিয়ে গিয়েছে মনে।

     দখিনহাওয়ার পথ দিয়ে তারা উঁকি মেরে গেছে দ্বারে,

কোনো কথা দিয়ে তাদের কথা যে বুঝাতে পারি নি কারে।