উৎসর্গ

পাপে - পুণ্যে সুখে - দুঃখে ক্ষুধায় - তৃষ্ণায়

ফেনিল কল্লোলভঙ্গে। ওগো, দাও দাও

কী আছে তোমার গর্ভে — এ ক্ষোভ থামাও।

তোমার অন্তরলক্ষ্মী যে শুভ প্রভাতে

উঠিবেন অমৃতের পাত্র বহি হাতে

বিস্মিত ভুবন - মাঝে, লয়ে বরমালা

ত্রিলোকনাথের কণ্ঠে পরাবেন বালা,

সেদিন হইবে ক্ষান্ত এ মহামন্থন,

থেমে যাবে সমুদ্রের রুদ্র এ ক্রন্দন।


১২

নব বৎসরে করিলাম পণ —

           লব স্বদেশের দীক্ষা,

তব আশ্রমে তোমার চরণে

           হে ভারত, লব শিক্ষা।

পরের ভূষণ পরের বসন

তেয়াগিব আজ পরের অশন ;

যদি হই দীন, না হইব হীন,

           ছাড়িব পরের ভিক্ষা।

নব বৎসরে করিলাম পণ —

           লব স্বদেশের দীক্ষা।

 

না থাকে প্রাসাদ, আছে তো কুটির

           কল্যাণে সুপবিত্র।

না থাকে নগর, আছে তব বন

           ফলে ফুলে সুবিচিত্র।

তোমা হতে যত দূরে গেছি সরে

তোমারে দেখেছি তত ছোটো করে ;

কাছে দেখি আজ হে হৃদয়রাজ,

           তুমি পুরাতন মিত্র।

হে তাপস, তব পর্ণকুটির