প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
‘ হে পথিক, কোন্খানে
চলেছ কাহার পানে। '
গিয়েছে রজনী, উঠে দিনমণি,
চলেছি সাগরস্নানে।
উষার আভাসে তুষারবাতাসে
পাখির উদার গানে
শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি,
চলেছি সাগরস্নানে।
‘ শুধাই তোমার কাছে
সে সাগর কোথা আছে। '
যেথা এই নদী বহি নিরবধি
নীল জলে মিশিয়াছে।
সেথা হতে রবি উঠে নবছবি,
লুকায় তাহারি পাছে —
তপ্ত প্রাণের তীর্থস্নানের
সাগর সেথায় আছে।
‘ পথিক তোমার দলে
যাত্রী ক ' জন চলে। '
গণি তাহা ভাই শেষ নাহি পাই,
চলেছে জলে স্থলে।
তাহাদের বাতি জ্বলে সারারাতি
তিমির - আকাশ - তলে।
তাহাদের গান সারা দিনমান
ধ্বনিছে জলে স্থলে।
‘ সে সাগর, কহো, তবে