আপনারে তুমি করিবে গোপন

        কী করি।

হৃদয় তোমার আঁখির পাতায়

     থেকে থেকে পড়ে ঠিকরি।

আজ আসিয়াছ কৌতুকবেশে,

মানিকের হার পরি এলোকেশে,

নয়নের কোণে আধো হাসি হেসে

     এসেছ হৃদয়পুলিনে।

ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে,

ভুলি নে চতুর নিঠুর বাক্যে

        ভুলি নে।

করপল্লবে দিলে যে আঘাত

করিব কি তাহে আঁখিজলপাত।

      এমন অবোধ নহি গো।

হাসো তুমি, আমি হাসিমুখে সব

        সহি গো।

 

আজ এই বেশে এসেছ আমায়

       ভুলাতে।

কভু কি আস নি দীপ্ত ললাটে

      স্নিগ্ধ পরশ বুলাতে।

দেখেছি তোমার মুখ কথাহারা —

জলে - ছলছল ম্লান আঁখিতারা,

দেখেছি তোমার ভয় - ভরে সারা

      করুণ পেলব মুরতি।

দেখেছি তোমার বেদনাবিধুর

পলকবিহীন নয়নে মধুর

        মিনতি।

আজি হাসিমাখা নিপুণ শাসনে

তরাস আমি যে পাব মনে মনে

      এমন অবোধ নহি গো

হাসো তুমি, আমি হাসিমুখে সব

        সহি গো।