ভোরের পাখি ডাকে কোথায়

      ভোরের পাখি ডাকে।

ভোর না হতে ভোরের খবর

      কেমন করে রাখে।

এখনো যে আঁধার নিশি

জড়িয়ে আছে সকল দিশি

কালীবরন পুচ্ছ ডোরের

      হাজার লক্ষ পাকে।

ঘুমিয়ে - পড়া বনের কোণে

      পাখি কোথায় ডাকে।

 

ওগো তুমি ভোরের পাখি,

      ভোরের ছোটো পাখি,

কোন্‌ অরুণের আভাস পেয়ে

      মেল ' তোমার আঁখি।

কোমল তোমার পাখার'পরে

সোনার রেখা স্তরে স্তরে,

বাঁধা আছে ডানায় তোমার

      উষার রাঙা রাখি।

ওগো তুমি ভোরের পাখি,

      ভোরের ছোটো পাখি।

 

রয়েছে বট, শতেক জটা

      ঝুলছে মাটি ব্যেপে,

পাতার উপর পাতার ঘটা

      উঠছে ফুলে ফেঁপে।

তাহারি কোন্‌ কোণের শাখে

নিদ্রাহারা ঝিঁঝির ডাকে

বাঁকিয়ে গ্রীবা ঘুমিয়েছিলে

      পাখাতে মুখ ঝেঁপে,

যেখানে বট দাঁড়িয়ে একা