স্ফুলিঙ্গ
     সে করে বঞ্চিত।

 

   ২০৮

 

যে ছবিতে ফোটে নাই
     সবগুলি রেখা
সেও তো, হে শিল্পী, তব
     নিজ হাতে লেখা।
 অনেক মুকুল ঝরে,
     না পায় গৌরব—
তারাও রচিবে তব
     বসন্ত উৎসব।

 

   ২০৯

 

যে ঝুম্‌কোফুল ফোটে পথের ধারে
      অন্যমনে পথিক দেখে তারে।
সেই ফুলেরই বচন নিল তুলি
      হেলায় ফেলায় আমার লেখাগুলি।

 

   ২১০

 

যে তারা আমার তারা
      সে নাকি কখন্‌ ভোরে
আকাশ হইতে নেমে
      খুঁজিতে এসেছে মোরে।
শত শত যুগ ধরি
      আলোকের পথ ঘুরে
আজ সে না জানি কোথা
      ধরার গোধূলিপুরে।