স্ফুলিঙ্গ

   ৭১

 

গাছের পাতায় লেখন লেখে
      বসন্তে বর্ষায়—
ঝ’রে পড়ে, সব কাহিনী
      ধুলায় মিশে যায়।

 

   ৭২

 

গানখানি মোর দিনু উপহার—
       ভার যদি লাগে, প্রিয়ে,
নিয়ো তবে মোর নামখানি বাদ দিয়ে।

 

   ৭৩

 

গিরিবক্ষ হতে আজি
      ঘুচুক কুজ্ঝটি-আবরণ,
নূতন প্রভাতসূর্য
      এনে দিক্‌ নবজাগরণ।
মৌন তার ভেঙে যাক,
      জ্যোতির্ময় ঊর্ধ্বলোক হতে
বাণীর নির্ঝরধারা
      প্রবাহিত হোক শতস্রোতে।

 

   ৭৪

 

গোঁড়ামি সত্যেরে চায়
     মুঠায় রক্ষিতে—
যত জোর করে, সত্য
     মরে অলক্ষিতে।