স্ফুলিঙ্গ
মধুরস হয়ে
      লুকায় ফলের প্রাণে।

 

   ৬০

 

কোথায় আকাশ
      কোথায় ধূলি
সে কথা পরান
      গিয়েছে ভুলি।
তাই ফুল খোঁজে
      তারার কোণে,
তারা খুঁজে ফিরে
      ফুলের বনে।

 

   ৬১

 

       কোন্‌ খ’সে-পড়া তারা
মোর প্রাণে এসে খুলে দিল আজি
       সুরের অশ্রুধারা।

 

   ৬২

 

ক্লান্ত মোর লেখনীর
        এই শেষ আশা—
নীরবের ধ্যানে তার
         ডুবে যাবে ভাষা।

 

   ৬৩

 

ক্ষণকালের গীতি
      চিরকালের স্মৃতি।