স্ফুলিঙ্গ

   ৪৮

 

‘কথা চাই’ ‘কথা চাই’ হাঁকে
      কথার বাজারে;
কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে
      হাজারে হাজারে।
প্রাণে তোর বাণী যদি থাকে
মৌনে ঢাকিয়া রাখ্‌ তাকে
      মুখর এ হাটের মাঝারে।

 

   ৪৯

 

কমল ফুটে অগম জলে,
      তুলিবে তারে কেবা। 
সবার তরে পায়ের তলে
      তৃণের রহে সেবা।

 

   ৫০

 

কল্লোলমুখর দিন
     ধায় রাত্রি-পানে।
উচ্ছল নির্ঝর চলে
     সিন্ধুর সন্ধানে।
বসন্তে অশান্ত ফুল
     পেতে চায় ফল।
স্তব্ধ পূর্ণতার পানে
     চলিছে চঞ্চল।

 

   ৫১

 

কহিল তারা, ‘জ্বালিব আলোখানি।
      আঁধার দূর হবে না-হবে,