স্ফুলিঙ্গ
ভিতরে নবীন থাকে
      অমর ফাগুন।
পুরাতন চাঁপাগাছে
      নূতনের আশা
নবীন কুসুমে আনে
      অমৃতের ভাষা।

 

   ৩০

 

আমি বেসেছিলেম ভালো
     সকল দেহে মনে
এই ধরণীর ছায়া আলো
     আমার এ জীবনে।
সেই-যে আমার ভালোবাসা
লয়ে আকুল অকূল আশা
ছড়িয়ে দিল আপন ভাষা
     আকাশনীলিমাতে।
রইল গভীর সুখে দুখে,
রইল সে-যে কুঁড়ির বুকে
ফুল-ফোটানোর মুখে মুখে
     ফাগুনচৈত্ররাতে।
রইল তারি রাখী বাঁধা
     ভাবী কালের হাতে।

 

   ৩১

 

আয় রে বসন্ত, হেথা
       কুসুমের সুষমা জাগা রে
শান্তিস্নিগ্ধ মুকুলের
       হৃদয়ের গোপন আগারে।
ফলেরে আনিবে ডেকে
সেই লিপি যাস রেখে,