স্ফুলিঙ্গ
অনেক বচন করেছি রচন,
জমেছে অনেক বোঝা।
যা পাই নি তারি লইয়া সাধনা
যাব কি সাগরপার?
যা গাই নি তারি বহিয়া বেদনা
ছিঁড়িবে বীণার তার?
৬
অনেক মালা গেঁথেছি মোর
কুঞ্জতলে,
সকালবেলার অতিথিরা
পরল গলে।
সন্ধ্যেবেলা কে এল আজ
নিয়ে ডালা!
গাঁথব কি হায় ঝরা পাতায়
শুকনো মালা!
৭
অন্ধকারের পার হতে আনি
প্রভাতসূর্য মন্দ্রিল
বাণী,
জাগালো বিচিত্রেরে
এক আলোকের আলিঙ্গনের
ঘেরে।
৮
অন্নহারা গৃহহারা চায় ঊর্ধ্বপানে,
ডাকে ভগবানে।
যে দেশে সে ভগবান মানুষের হৃদয়ে হৃদয়ে
সাড়া দেন বীর্যরূপে দুঃখে কষ্টে ভয়ে,