পূরবী
 বাতাস বলে, আমি পথিক, আমার ভাষা বোঝ বা নাই বোঝ,
            আমি বুঝি তোমরা কারে খোঁজ;
আমি শুধু যাই চলে আর সেই অজানার আভাস করি দান,
                 আমার শুধু গান।