পূরবী
আলোতে তোরে দিক-না ভরে ভোরের নব রবি,
                  বাজ্‌ রে বীণা বাজ্‌।
গগন-কোলে হাওয়ার দোলে ওঠ্‌ রে দুলে কবি,
                   ফুরালো তোর কাজ।
              বিদায় নিয়ে যাবার আগে
              পড়ুক টান ভিতর-বাগে,
                   বাহিরে পাস ছুটি।
প্রেমের ডোরে বাঁধুক তোরে, বাঁধন যাক টুটি।